ডায়মন্ড হারবার জেলা পুলিশ সদর দফতরে জিমস-এর সহযোগিতায় আজ একটি সুপরিকল্পিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরটির উদ্বোধন করেন এসপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বিশপ সরকার মহাশয়। প্রায় ১৫০ জন বিভিন্ন স্তরের পুলিশ সদস্য এই শিবিরে রক্তচাপ, রক্তশর্করাসহ চক্ষু পরীক্ষা ছাড়াও হৃদযন্ত্রের মৌলিক স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেন। পুলিশ সদস্যদের সুস্থতা, সচেতনতা ও মনোবল বৃদ্ধিতে এই উদ্যোগ প্রশংসনীয় ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।