ডায়মন্ড হারবার পুলিশ জেলার সদর দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক অনবদ্য ও বর্ণিল পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুলিশ জেলার পুলিশ সুপার শ্রী বিশপ সরকার, আই.পি.এস মহাশয়, অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে। পশ্চিমবঙ্গ সরকারের অনন্য ফ্ল্যাগশিপ প্রোগ্রাম “Safe Drive Save Life”–এর সর্বোচ্চ সচেতনতা প্রর্দশনী, ক্যাম্পেনিং এবং থিম্ —এই তিন ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এবছরের নির্বাচিত তিনটি দুর্গাপূজা কমিটিকে চেক ও ট্রফি প্রদান করে সম্মানিত করা হয়।পুলিশ সুপার মহাশয় তাঁর বক্তব্যে ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়ম মান্যতা এবং পথ সুরক্ষা রক্ষায় সকলে মিলিতভাবে এগিয়ে আসার গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেন।সার্বিকভাবে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসাহ, স্বীকৃতি ও সচেতনতা বৃদ্ধির এক অনন্য পর্ব।