পশ্চিমবঙ্গ সরকার
Diamond Harbour Police District
Close

"শিশু দিবস উদযাপন"

"শিশু দিবস উদযাপন"

ডায়মন্ড হারবার পুলিশ জেলার রবীন্দ্রনগর থানার অন্তর্গত নয়া বস্তি জনপদ—ক্ষুদ্র ঘনবসতিপূর্ণ এই এলাকায় ক্যানিং, বাসন্তী ও সুন্দরবনের বহু পরিবার কর্মসংস্থানের আশায় ছোট ছোট ঝুপড়ি ঘরে বসবাস করেন। এই শিশুদের মুখে আনন্দের ছোঁয়া আনতে রবীন্দ্রনগর থানার উদ্যোগে, এবং ‘কাজলা জলকল্যাণ সমিতি’ ও ‘বিতান’ সংস্থার সহযোগিতায় ১০ নম্বর ইটভাটা ময়দানে আয়োজিত হয় একটি উষ্ণ ও প্রাণবন্ত শিশু দিবস উদযাপন। প্রায় তিনশত শিশুর মধ্যে চকলেট, বেলুন ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। তাদের অংশগ্রহণে কবিতা, অঙ্কন ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ রঙ ছড়ায়।অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ ছিল বাল্যবিবাহ বিরোধী পদযাত্রা, যেখানে শিশু, অভিভাবক ও স্থানীয়রা সক্রিয়ভাবে অংশ নেন। শেষপর্বে ১৪–১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের নিয়ে সচেতনতা আলোচনা হয়, এবং বিভিন্ন প্রতিযোগিতার সফলদের পুরস্কৃত করা হয়। সার্বিকভাবে, এই উদ্যোগ নয়া বস্তির শিশুদের জন্য হয়ে ওঠে আনন্দ, সচেতনতা ও সমাজকল্যাণের এক উজ্জ্বল দিন।