ডায়মন্ড হারবার জেলা পুলিশের আরেক সাফল্যের অধ্যায়! গত ১০ই নভেম্বর, “প্রাপ্তি” ওয়েব পোর্টালের মাধ্যমে উদ্ধার করা ৫৩০টি হারানো মোবাইল ফোন ডায়মন্ড হারবার জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ শ্রী বিশপ সরকার, আই.পি.এস. মহাশয় অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন।সঙ্গে সাইবার অপরাধ নিয়ে গুরুত্বপূর্ণ সচেতনতামূলক আলোচনা করলেন ।এছাড়াও পুলিশ পরিবারের কৃতি সন্তানদের হাতে উপহার ও চেক প্রদান করা হয়।আমরা বিশ্বাস করি, “প্রাপ্তি” ওয়েব পোর্টালের মাধ্যমে ডায়মন্ড হারবার জেলা পুলিশের এই সাফল্যের ধারা ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।